ময়মনসিংহের ভালুকা থেকে অপহরণের ২৫ দিন পর কবিতা আক্তার নামে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আজ বুধবার গাজীপুর জেলার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারি জাহাঙ্গীরকে গ্রেফতার করে পিবিআই। পরে তাকে আদালতে সোপর্দ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গত ৩ জুলাই ভালুকা উপজেলার পালগাঁও গ্রামের কাইম উদ্দিনের কন্যা কবিতা আক্তার (১৬) বাড়ী থেকে বের হয়ে সন্ধ্যায় পাশেই তার চাচার বাড়ি যাবার সময় উৎ পেতে থাকা একই এলাকার জাহাঙ্গীরসহ তার সহযোগিরা অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধ্যান না পেয়ে তার পিতা ভালুকা মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তভার পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর উপর। পিবিআই টিম দীর্ঘ ২৫ দিন পর আজ বুধবার গাজীপুর জেলার ক্যান্টনমেন্ট এলাকার চত্ত¡র বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে। ####