নীলফামারীর সৈয়দপুরে ট্রাকে করে গাজীপুর থেকে আসা এক শিশুসহ পাঁচ নারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী নামক স্থানে পুলিশের চেকপোস্ট তল্লাশি চলাকালে তাদের আটক করা হয়। অভিনব কায়দায় বাসা বাড়ির অন্যান্য মালামালের সাথে চটের বস্তায় প্যাচানো ও দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাদের ট্রাকে পাওয়া যায়।
আটককৃতরা হলেন আমীর হোসেনের স্ত্রী রুজিনা বেগম (২৩), মেয়ে আসমা (৭), কফিল উদ্দিনের ছেলে হাবিবুর (১৯), হাবিবুরের স্ত্রী মিনা (১৮) ও হাসেম ইসলামের মেয়ে শিরিনা (১৫)।
এদের সবার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায়। তারা গাজীপুর থেকে ট্রাকে দেবীগঞ্জ যাচ্ছিল।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, আটককৃতদের পুলিশী হেফাজতে পঞ্চগড় জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তাদের পরীক্ষা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।