বিশ্বে আক্রান্তের সংখ্যায় একদিনের ব্যবধানে আরও এক ধাপ উপরে উঠলো ভারত। শুক্রবার ইতালি, আর শনিবার স্পেনকে ছাড়িয়ে পঞ্চম স্থানে তারা। টানা চতুর্থ দিন ৯ হাজারের বেশি করোনা শনাক্ত হলো দেশটিতে। ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ হাজার ৯৭১ জন কোভিড-১৯ রোগী পাওয়ার খবর দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার সকালে স্বাস্থ্য বুলেটিনে মন্ত্রণালয় বলেছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী আক্রান্তের হিসাবে তারা এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্যের পরে।
এই সময়ে ভারতে ২৮৭ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৯২৯ জন। প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ২৯৩ জন। সুস্থতার হার ৪৮.৩৬ শতাংশ।
দেশের মধ্যে সংক্রমণের তালিকায় সব দিক থেকে শীর্ষে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় সেখানে ২ হাজার ৭৩৯ জন আক্রান্ত হয়েছে, মোট ৮২ হাজার ৯৬৮ জন। রাজ্যটিতে মোট মারা গেছেন ২ হাজার ৯৬৯ জন।
এদিকে করোনার সংক্রমণের গতি দেখে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস’র পরিচালক রন্দীপ গুলেরিয়া বলেছেন, দুই থেকে তিন মাসের মধ্যে ভারতে সংক্রমণ চূড়ায় উঠবে।