আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সংবিধানে আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, জাতীয় সংসদে ৫% আসন বরাদ্দ ও আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি ময়মনসিংহ শাখা। শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসকাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও উদযাপন কমিটির আহবায়ক হিল্লোল নকরেক, মহাসচিব অরণ্য চিরান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মহিলা পরিষদের জেলা সভাপতি মুনিরা বেগম অনু, গারো ছাত্র সংগঠনের মহানগর সভাপতি দীনেশ দারু।
বক্তারা, অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার আহবান জানান।