কাগজ প্রতিবেদক, ত্রিশাল
এবার পদত্যাগ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বুধবার (১৪ আগষ্ট) বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পি এস টু ভিসি এস এম হাফিজুর রহমান।
২০২১ সালের ডিসেম্বর মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ট উপাচার্য হিসেবে নিয়োগ পান।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রফেসর ড সৌমিত্র শেখর।
উল্লেখ্য: ০৭ আগষ্ট থেকে আন্দোলন চলমান রয়েছে শিক্ষার্থীদের তিন দফার একটি দাবিতে উল্লেখ ছিলো ভিসি,রেজিস্ট্রার,ট্রেজারার সহ দুর্নীতিগ্রস্থ প্রশাসনের পদত্যাগ।এছাড়াও ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি বন্ধ ঘোষণা। দুর্নীতিবাজ ভিসির সহচরদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বলে আন্দোলনকারিরা ঘোষনা দেন।