সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নতুন আদেশ অনুযায়ী আগামী ১৮ মে থেকে তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে যাওয়ার সুযোগ পাবেন।
বুধবার স্থানীয় গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন রাষ্ট্রপতি। ঘোষণায় বলা হয় গত ১ মার্চের আগে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের সুযোগ পাবেন।
দেশটির ফেডারেল অথিরিটি এন্ড আইন্ডেন্টিটির মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি গণমাধ্যমে জানান, “রাষ্ট্রপতি আদেশটি সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে চলে গেলে আমিরাতের আইন অনুযায়ী পুনরায় আসার ক্ষেত্রে কোন বাঁধা থাকবে না। “
খামিস আল কাবি আমিরাতে অবস্থানরত বৈধতা ছাড়া বসবাসরত সকলকে এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান।