ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরানো কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত আরো ৯ জন কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১০ কারারক্ষীদের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, গত ২১ এপ্রিল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ৬০ বছর বয়সী একজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে তাকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
নাজিম উদ্দিন রোডে পুরানো কারাগারে দায়িত্বে থাকা অবস্থায় আরো ৯ জন জ্বরে ভুগলে তাদের নমুনা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়। মঙ্গলবার সবার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত কারারক্ষীদের বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে।
তিনি আরো জানান, আক্রান্তদের ছয়জন কারারক্ষীকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও তিনজনকে মিরপুর এলাকার একটি হাসপাতালে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সাথে দায়িত্বে থাকা অন্য পাঁচজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এখনো করোনামুক্ত আছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।
এদিকে কারাগারকে করোনামুক্ত রাখতে হাজতিদের সাথে সাক্ষাৎ এবং কোনো পণ্য আনা-নেয়া বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।
সূত্র : ইউএনবি