সাভারের আশুলিয়া থানায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ পুলিশ সদস্যের মধ্যে ৩২ জন সুস্থ হয়েছেন। তারা এখন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন। এই ভাইরাসে আক্রান্ত আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
রোববার (২০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ।
গত ২৯ মে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপুসহ পাঁচ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। পরে আরও ৩০ পুলিশ সদস্যের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তবে আক্রান্তের অনেকেই নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘সুস্থ পুলিশ সদস্যরা দ্রুতই কাজে যোগ দেবেন। বাকি তিনজনও দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করছি।’ এ সময় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।