ঝুম বৃষ্টিতে চারিদিক ভাসিয়ে,
কদম ফুলের মিষ্টি গন্ধে হারিয়ে,
প্রকৃতির নবরুপে সকলকে দোলা দিয়ে,
আষাঢ়এলো আপন মহিমা নিয়ে,
প্রচন্ড গরমে যখন অতিষ্ট সবার জীবন,
আষঢ় এলো সিক্ত করলো সবার মন,
কালো মেঘে আজ সারা দিন কাটে বাদল বেলায়,
পুরানো স্মৃতি মনে পড়ে আজ শুধু হেলায়,
খাল বিল জলে ভরে এসময়,
নানা রকম মাছ পাওয়া যায়,
কৃষকের ফসল ভালো হয়,
চারদিক ফুল ফলে ভরে রয়,
হে আল্লাহ সব দুর্যোগ মহামারীর অবসান করো তোমার রহমতে,
সুস্থ পৃথিবীতে বাঁচুক সবাই দিন কাটাক শান্তিতে।।