নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। নতুন করে আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বাড়ি উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দি ও বান্টি গ্রামে।
মঙ্গলবার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা জানান, এখন পর্যন্ত আড়াইহাজারে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
তিনি আরো জানান, তিন দিন আগে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে দড়ি সত্যবান্দি গ্রামের ওই নারীর (২৮) নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। সোমবার রাতে সেখানে তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। অপরদিকে বান্টি গ্রামের ওই ব্যক্তি ঢাকা থেকে করোনায় আক্রান্ত হয়ে এলাকায় আসেন। এ নিয়ে আড়াইহাজারে পাঁচজন করোনাভাইরাসে রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দয়াকান্দার করোনায় আক্রান্ত ওই নারীকে কাঁচপুর সাজেদা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাকিদের তাদের নিজ বাড়িতে রাখা হয়েছে।