করোনাভাইরাসে শনিবার (১৩ জুন) ইতালিতে ৭৮ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের চেয়ে ২২ জন বেশি। এমনটাই জানিয়েছে দেশটির গণসুরক্ষা সংস্থা। খবর আল জাজিরার।
শুক্রবার দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার মারা গিয়েছিল ৫৩ জন। শনিবার সেটা আরো বেড়েছে। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৩০১ জন। যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।
মোট মৃতের সংখ্যায় ইতালির সামনে আছে কেবল যুক্তরাজ্য, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ১ ফেব্রুয়ারি ইতালিতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়। ১৩ জুনের মাথায় সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪ হাজারের অধিক।
শনিবার ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৪৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ। ইতালির চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য ও ভারতে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে ৭৮ লাখ ৫৫ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৩১ হাজার ৭২৮ জন। সেরে উঠেছে ৪০ লাখ ২০ হাজার ৫৭৭ জন।