সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীনের শক্তিশালী পলিটব্যুরোর সদস্য চেন কুয়াংগো ও আরো তিন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার জারি করা এ নিষেধাজ্ঞার ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চেন হলেন উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে চায়না কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। প্রদেশটিতে প্রায় ১০ লাখ উইঘুর মুসলমানকে আটক করে বন্দিশিবিরে রাখা হয়েছে বলে ধারণা করছে জাতিসঙ্ঘ। তবে চীন বলছে, তাদেরকে ‘উগ্রপন্থা’ থেকে নিবৃত্ত করতে ‘কারিগরি দক্ষতা অর্জনের জন্য’ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
চেন হলেন এ পর্যন্ত মার্কিন কালোতালিকায় পড়া সবচেয়ে বড় কমকর্তা।
অন্য কর্মকর্তারা হলেন, দলের জিনজিয়াং শাখার সাবেক ডেপুটি সাধারণ সম্পাদক ঝু হাইলুন, পরিচালক ও জিনজিয়াংয়ে দলের পাবলিক সিকিউরিটি ব্যুরোর সাধারণ সম্পাদক ওয়াং মিংশান এবং ব্যুরোর সাবেক দলীয় সাধারণ সম্পাদক হিও লিউজুন।
মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও বলেছেন, তিনি চেন, ঝু ও ওয়াংয়ের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন, যাতে তারা ও তাদের পরিবারগুলো যুক্তরাষ্ট্রে আসতে না পারে।
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলেও ওয়াশিংটনে চীনা দূতাবাস থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আলজাজিরা