পবিত্র রমজান উপলক্ষ্যে নগরীতে বসবাসকারী এক লাখ অসহায় হতদরিদ্র ছিন্নমূল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ উদ্যোগের প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।
এর অংশ হিসেবে আজ রোববার নগর ভবনে ৩০ ট্রাক খাদ্যসামগ্রী এসে পৌঁছায়।
ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে জানান হয়, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক অঞ্চল- ১, অঞ্চল-৩ এবং অঞ্চল-৪ এর মোট ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলরের কাছে গতকাল এ খাদ্যসামগ্রী তুলে দেন। প্রতিটি ওয়ার্ডের জন্য ৩৩৩ প্যাকেট হিসেবে ৭৫ টি ওয়ার্ডেই এ খাদ্যসামগ্রী প্রদান করা হবে।
এ সপ্তাহের মধ্যেই বাকি ৪০ টি ওয়ার্ডের কাউন্সিলদের মধ্যে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। প্রদত্ত খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ১ টা সাবান, ৪০০ গ্রাম গুড়াদুধ, ২ কেজি ছোলা ও ২ কেজি মুড়ি রয়েছে। প্রথম পর্যায়ে এ খাদ্যসামগ্রী ক্রয় বাবদ প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হবে বলেও ডিএসসিসির পক্ষ থেকে জানান হয়।