কিশোরগঞ্জের কটিয়াদীতে নুতুন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিষ্ট প্রাণঘাতী করোনা ভাইরাসে হয়েছেন। গত ১৯ এপ্রিলে পাঠানো ৫ জনের নমুনা পরীক্ষায় একজনের পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে কটিয়াদীতে এ পর্যন্ত ১২ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হলেন। গত ১৮ এপ্রিল পাঠানো ১৮ জনের নমুনা পরীক্ষা করে এ ৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।
এছাড়াও গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ১জন ব্রাদার (নার্স) ও ১৮ এপ্রিল শনিবার ১ জন মেডিকেল অফিসারের শরীরেও করোনা শনাক্ত হয়েছিল। কটিয়াদী উপজেলায় মোট ১২ জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছেন। করোনায় আক্রান্ত ১২ জনের মাঝে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৮ জন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিষ্ট ও ১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ( স্যাকমো), ১ জন ব্রাদার ( নার্স) ও ১ জন অফিস সহকারী রয়েছেন।
কিশোরগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।