কাগজ প্রতিবেদক, ত্রিশাল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জীকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার বিকেলে উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) প্রকৌশলী মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫ (১) ধারা মোতাবেক পরবর্তী আদেশ না- দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে ভিন্ন দুইটি আদেশে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ ও থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজিরকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
তাদের নিয়োগপত্রে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫ (১) ধারা মোতাবেক পরবর্তী দুই বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ে তারা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের যোগদানের তারিখ হতে নিয়োগ আদেশ কার্যকর হবে। সঞ্জয় কুমার মুখার্জী বিদায়ী প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধানের স্থলাভিষিক্ত হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।##