করোনায় আক্রান্ত হওয়া পুলিশের ১২৮০ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার (২৭ মে) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ করোনামুক্ত হয়ে আরও ১৬১ পুলিশ সদস্য হাসপাতাল ছেড়েছেন। আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী তাদের পরপর দুইবার করোনা টেস্ট করা হয়। টেস্টে দুবারই করোনা নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন বলেন, ‘জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। এ কারণে তাদের অনেকেই আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত ৪০৫৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।