করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়ি শহরের বাসিন্দারা অভিনব এক উদ্যোগ নিয়েছেন। তারা বাঁশ ফেলে গ্রামে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ‘সুরক্ষা প্রতিবন্ধক’ তৈরি করেছেন।
শহরের পৌরসভার ১নং ওয়ার্ডের খবংপুড়িয়া ও ৩নং ওয়ার্ডের শব্দমিয়া পাড়ার গ্রামবাসীরা সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইন সময়কালে অপ্রয়োজনে বাইরের কেউ যেন গ্রামে আসতে না পারে তাই এ সুরক্ষা উদ্যোগ গ্রহণ করেছেন।
নিজেদের সুরক্ষিত রাখতে গ্রামে ঢোকার পথে কয়েকটি স্থানে বাঁশ দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ব্যারিকেড এবং বাঁশ দিয়েই গ্রামের সীমারেখা টেনে দেয়া হয়েছে।
উদ্যোক্তারা জানান, সচেতনতামূলক এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে স্থানীয় যুবকরা সতর্ক অবস্থায় রয়েছে। পালাক্রমে দায়িত্ব পালন করছেন তারা। প্রয়োজন ছাড়া এলাকার বাইরের কেউ যেতে চাইলে তাদের ফেরত পাঠানো হচ্ছে।
নিজ গ্রামের বাসিন্দাদের সুরক্ষিত রাখতে এ কার্যক্রম স্থানীয়দের কাছে প্রশংসা কুঁড়াচ্ছে।
এদিকে, করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সেনাবাহিনী, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে।
সূত্র : ইউএনবি