করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন। ৬৯ বছর বয়সী এই অধ্যাপক রোববার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান। তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো না। আমরা আইসিইউ কল করেছি।
তার মেয়ে রয়া মুনতাসীর গণমাধ্যমেক বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ১০ দিন আগে বাবার রিপোর্ট নেগেটিভ এসেছিল।