করোনায় আক্রান্ত হয়ে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব হাফিজুর রহমান (৪৭) এর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস।
মৃত হাফিজুর রহমান উপজেলার দোগাছি গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হাফিজুর রহমানকে শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি। তার মৃত্যু সনদে কোভিট-১৯ আক্রান্ত উল্লেখ রয়েছে।
শনিবার (২০ জুন) সকালে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন হাফিজুর রহমান। শুক্রবার দুপরে তার শ্বাসকষ্ট শুরু হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। রাতে হঠাৎ করেই অবস্থার অবনতি হলে আইসিইউ’র প্রয়োজনীয়তা দেখা দেয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।