আমাজন বনাঞ্চলের সুরক্ষায় লড়াই চালিয়ে যাওয়া সুপরিচিত আদিবাসী নেতা পাউলিনহো পায়াকান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
কায়াপো জনগোষ্ঠীর নেতা কায়াপো ১৯৮০ সালে ব্রাজিলের সবচেয়ে বড় হাইড্রোলেক্ট্রিক প্রজেক্ট বেল মোন্টির বিরুদ্ধে আন্দোলন করে প্রথম আন্তর্জাতিক নজরে আসেন।
৬৫ বছর বয়সী এই আদিবাসী নেতার বিরুদ্ধে ১৯৯৮ সালে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। ধর্ষণে সহযোগিতার দায়ে তার স্ত্রীও দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে সমর্থকদের দাবি, পায়াকানের সুনাম নষ্ট করতে এবং আমাজনকে রক্ষায় তার তৎপরতাকে বন্ধে তাকে ধর্ষণের মামলায় জড়ানো হয়েছিল।
পরিবেশবাদী সংগঠন প্লানেট আমাজনের প্রতিষ্ঠাতা গার্ট-পিটার ব্রুচ বলেছেন, আমাজন রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে পায়াকান সারাবিশ্বের আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে পুরোটা জীবন ব্যয় করেছেন।
করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ আঘাতের শিকার ব্রাজিল। আমাজন বনাঞ্চলের বাসিন্দাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্বের সবচেয়ে বড় এই রেইনফরেস্টের ২৮০ জনের বেশি আদিবাসী করোনায় আক্রান্ত হয়েছেন।