করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সাথে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন।
সোমবার মহাখালীর বিসিপিএসে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সাথে কথা বলার এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু ও সর্বোচ্চ আক্রান্তের কথা সরকারের পক্ষ থেকে জানানো হলো। এটা নিয়ে দেশে মৃতের সংখ্যা ১৩ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১১৭ জন।
রোববার নয়জন আক্রান্ত এবং একজনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। একই সাথে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকার মিরপুর ও বাসাবো সবচেয়ে করোনা আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া একই পরিবারে শিশুসহ ছয়জন আক্রান্ত হওয়ায় ঢাকার এক এলাকায় সীমিত আকারে লকডাউন করে দেয়া হয়েছে।