গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর হাজেরা বেগম (৫৫) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে একই পৌরসভার কাউন্সিলর মো. সামছুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে তিনি জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাজেরা বেগম কালিয়াকৈর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ ছিলেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার বাসিন্দা।
কাউন্সিলর সামছুল আলম জানান, হাজেরা বেগম কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষা পর তার শরীরে করোনা শনাক্ত হয়। পরে তাকে ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার রাত ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।