করোনায় মানবেতর জীবনযাপন করছেন মুচিরা। দুইশ থেকে আড়াইশ টাকা উপার্জন করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
করোনাকালে মুচিদের জীবনযাপন নিয়ে কথা হয় লালমোহন পৌরশহরের ভূমি অফিস সংলগ্ন উকিন্দ, সঞ্জিব, বাবু লাল ও জীবনের সঙ্গে। নিজেদের দুর্দশার কথা জানিয়ে তারা বলেন, করোনার আগে আমাদের দৈনিক আয় হতো পাঁচশ থেকে ছয়শ টাকা। তখন সকাল ৮ থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে পারতাম। বর্তমানে বিকেল ৪টার মধ্যে দোকান বন্ধ করে দিতে হয়। এতে আয় হয় মাত্র দেড়শ থেকে দুইশ টাকা। এর মধ্যে নিজেদের খরচ হয়ে যায় প্রায় পঞ্চাশ-ষাট টাকা। বাকি যা অবশিষ্ট থাকে তা দিয়ে সংসার চলে না।
তারা বলেন, আমাদের খবর কেউ রাখে না। আমাদের একেক জনের এ পেশার বয়স ২৫-৩০ বছর করে। তবে আজ পর্যন্ত আমরা সরকারি কোনও সহায়তা পাইনি। সরকারের কাছে দাবি, আমাদের জন্য দীর্ঘমেয়াদী সহযোগিতার ব্যবস্থা করে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, মুচিদের জন্য সরকারি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার একটি প্রকল্প চালু রয়েছে। এক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তির বয়স ৫০ হতে হবে। এছাড়াও তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা রয়েছে। তারা আবেদন করলে বৃত্তির ব্যবস্থা করা হবে।