চিলিতে করোনাভাইরাসের তীব্র সংক্রমণের মধ্যেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। করোনায় মৃতের সরকারি হিসেব নিয়ে বিতর্কের জেরে তিনি পদত্যাগ করেন।
প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা স্বাস্থ্যমন্ত্রী জায়মে মানালিচের পদত্যাগের ঘোষণা দেন।
সরকার জনগণের কাছে বলছে, করোনায় তিন হাজারেরও বেশি লোক মারা গেছে।
কিন্তু শনিবার প্রকাশিত এক খবর থেকে জানা গেছে, চিলি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেছে দেশে প্রকৃতপক্ষে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডকুমেন্টের একটি কপি হাতে পায় ইনভেস্টিগেটিভ জার্নালিজম অর্গানাইজেশন।
স্বাস্থ্য উপমন্ত্রী পলা দাজা বলেন, মৃতের বেশি সংখ্যার হিসেবটাই সঠিক। এই তথ্যটি নতুন ও ভিন্নভাবে গণনা থেকে পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।
চিলিতে করোনার দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ২শ’ ২২ জন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় হাজার সাতশ’ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্তুরো জুনিগা বলেন, দেশে সংক্রমণ ও মৃত্যু অব্যাহতভাবে বাড়ছে।
শনিবার চিলিতে সরকারি হিসেবে, করোনায় মোট সংক্রমণ ছিল এক লাখ ৬৭ হাজার ৩শ’ ৫৫ জন এবং মারা গেছেন তিন হাজার ১০১ জন।