কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোনালী ব্যাংক কর্মকর্তা মাহাবুব এলাহী (৪১)।
রোববার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পুরাতন মৌলভীপাড়া এলাকায় নিজের বাড়িতে তার মৃত্যু হয়। মাহাবুব এলাহী সোনালী ব্যাংকের (ঢাকার) সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি কুমিল্লা জিলা স্কুলের ৯৬-ব্যাচের ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, তিনি পাঁচ থেকে ছয় দিন আগে ঢাকা থেকে জ্বর-সর্দি নিয়ে কুমিল্লায় আসেন। শনিবার (১৬ মে) করোনা টেস্ট করিয়েছেন। মৃত্যুর পর রোববার রাতে তার পজিটিভ এসেছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৮ মে) সকাল ১০ টায় জেলা প্রসাশনের সহায়তায় বেসরকারি সংগঠন বিবেকের উদ্যোগে নিজ এলাকায় তার মরদেহ দাফন করা হয়।