করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৯৯ জনের প্রাণ কেড়ে নিলো ভাইরাসটি।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা মৃতের সংখ্যা পরে জানানো হবে বলে জানান। পরে জানা যায়, মৃতের সংখ্যা ১৩।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জন।
তিনি আরো জানান, ৩৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩৮২টি, পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭টি।
এ সময়ে সুস্থ হয়েছেন ১৩০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯১০ জন।
নাসিমা সুলতানা জানান, গতকালও ৩৭৭ জন সুস্থ হয়েছেন। তবে তা ব্রিফিংয়ে জানানো হয়নি।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১০৭ জনকে। ছাড় দেয়া হয়েছে ৪৩ জনকে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।