বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের সাবেক ডিন, শিশু সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রধান সমন্বয়ক করে শনিবার ‘ফিজিশিয়ানস অব বাংলাদেশ ফর বাংলাদেশ’ (পিবিবি) শীর্ষক একটি সংগঠন গঠন করা হয়েছে করোনা বিষয়ক পরামর্শ ও অন্যান্য সকল বিষয়ের বিশেষজ্ঞ সেবা দেয়ার লক্ষ্যে।
এ উপলক্ষে অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সারা বিশ্ব আজ কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত। আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশও এর বাইরে নয়। আজ পর্যন্ত সারা বিশ্বে ১৭ লক্ষাধিক আক্রান্ত এবং ইতোমধ্যে এক লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশেও আজ শনিবার পর্যন্ত ৪৮২ জন আক্রান্ত ও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন। করোনা নিয়ে জনমনে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে। যোগাযোগ অপ্রতুলতার কারণে অন্যান্য রোগাক্রান্ত মানুষও অনেক ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হতে পারছেন না। আমরা চিকিৎসক সমাজ পেশার দায়বদ্ধতা, প্রতিজ্ঞা, সেবার আন্তরিকতা ও অকৃত্রিম ভালবাসা নিয়ে মানবতার ডাকে সর্বদা আপনাদের পাশে আছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতিতে করোনা বিষয়ক পরামর্শ এবং অন্যান্য সকল বিষয়ের বিশেষজ্ঞ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ফিজিশিয়ানস অব বাংলাদেশ ফর বাংলাদেশ’ (পিবিবি) মাধ্যমে মোবাইল হট লাইন সেবা চালু করা হয়েছে। রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবা নিয়মিত চালু থাকবে। এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই চিকিৎসা সেবা পাবেন।
অধ্যাপক মোহাম্মদ সাইফুল বলেন, দেশব্যাপী ইতোমধ্যে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই নেটওয়ার্কে সক্রিয় হয়েছেন। করোনা সংক্রমণরোধে যে যে অবস্থানে আছেন ঘর থেকে বের না হয়ে সেই অবস্থানে থেকেই আপনাদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের এই প্রচেষ্টার লক্ষ্য। পরিশেষে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সবাই সর্বত্র সতর্ক থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।’