মসজিদে নববীতে প্রবেশকারী সকলের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য থর্মাল স্ক্যানার ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানায় সৌদি প্রেস এজেন্সি।
থর্মাল ইমেজিং ক্যামেরাগুলো ৯ মিটার দূরত্বের মধ্যে নির্ভুলতার সাথে একই সাথে ২৫ জনের শরীরের তাপমাত্রা স্ক্যান করতে পারে। এগুলো বিরতিহীন কাজ করে পারে ও প্রত্যেকের জন্য রিয়েল-টাইম ভিডিও এবং অডিও রিপোর্ট দেয়।
থর্মাল স্ক্যানারগুলো একমাসের জন্য স্টোরেজ মেমোরিতে ছবি এবং তাপমাত্রা সংরক্ষণ এবং সেভ করে রাখতে পারে।
করোনা ভাইরাসে সৌদি আরবে ৭ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৮৭ জন। সৌদি গেজেট।