আরো ১১টি কেন্দ্রে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে ১৭ কেন্দ্রে পিসিআর মেশিনে করোনা ভাইরাস পরীক্ষা হচ্ছে। এর সাথে ঢাকায় আরো ৫টি এবং ঢাকার বাইরে আরো ৬টি পরীক্ষা কেন্দ্র যোগ হবে। নতুন এই কেন্দ্রগুলোতে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পরীক্ষা শুরু করা যাবে বলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন।
আগে থেকেই ১৭টি কেন্দ্রে পরীক্ষা চলছিল। নতুন ১১ কেন্দ্র যোগ হলে দেশে মোট ২৮টি কেন্দ্রে করোনা ভাইরাস পরীক্ষা করা যাবে। উল্লেখ্য করোনা ভাইরাস পরীক্ষা দেশের সকল কেন্দ্রেই বিনামূল্যে করা হয়। আগে যাচাই-বাছাই না করে এ ভাইরাসের পরীক্ষা করা হতো না। এখন সন্দেহ হলেই পরীক্ষা করিয়ে নেয়ার কথা বলা হচ্ছে।
ঢাকার ৫টি পরীা কেন্দ্রসমূহ হলো : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট। ঢাকার বাইরে ৬টি পরীা কেন্দ্রসমূহ হলো: চট্টগ্রাম মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ।
এছাড়া করোনা ভাইরাস পরীক্ষা করা যায় আইডিসিআর, মহাখালীর আইপিএইচ, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (শিশু হাসপাতাল), চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিউিট অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ, মহাখালীর আইসিডিডিআরবি, ইনস্টিটিউট অব ডেভেলাপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি), ঢাকার শেরে বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকার আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি এবং শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে।