লকডাউনের পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজধানী ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে বাগেরহাটে যাওয়া একই পরিবারের পাঁচজনকে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। নারী-শিশুসহ পরিবারটির সব সদস্যের উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ থাকায় তাদের শনিবার দুপুরেই আইসোলেশনে নেয়া হয়।
পরিবারটি ঢাকা থেকে গিয়ে বাগেরহাট সদরের বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছিল।
তারা ছাড়াও হাসপাতালে ভর্তি থাকা বসন্ত পাল (৭০) নামে এক বৃদ্ধকেও আইসোলেশনে নেয়া হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, লকডাউনের পর রাজধানী ঢাকা থেকে পালিয়ে বাগেরহাট গ্রামের বাড়িতে আসা একই পরিবারের পাঁচজনসহ ছয়জনকে আজ শনিবার দুপুরে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। তাদের প্রত্যেতের শরীরে উচ্চমাত্রার জ্বরসহ করোনার উপসর্গ রয়েছে। তাদের ছয়জনের শরীর থেকে করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।