করোনায় কর্মহীন গরিবদের খাদ্য সহায়তা ও ঈদ উপহার দিয়েছেন পুলিশ সদস্য সাদেক আলী। শুক্রবার সকাল ৯টার দিকে ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬নং ওয়ার্ডের ডোমরাকান্দি মহল্লাস্থ বাসভবন থেকে এ সহায়তা প্রদান করা হয়।
চাল, ডাল ও সবজিসহ বেশ কয়েক ধরনের খাদ্যসামগ্রী কর্মহীনদের হাতে তুলে দেন তার স্ত্রী সাবেক ইউপি সদস্য শাহেদা ও ছেলে সিজান মিয়া।
শাহেদা বেগম বলেন, আমার স্বামী সাদেক আলী গোয়ালন্দ থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। আমরা নিজেদের সাধ্যমতো প্রায় ৫০০ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।