কাশ্মির সীমান্তে পাকিস্তান থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল ভারতীয় এক সেনা জওয়ানের। জম্মু ও কাশ্মিরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে এলোপাথাড়ি গুলি করা হয় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে। তবে পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনীও।
ভারতীয় প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানিয়েছেন, সোমবার ভোর সাড়ে তিনটার দিকে পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। জানানো হয়েছে, ‘নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় কৃষ্ণা ঘাঁটি সেক্টরে বিনা প্ররোচনায় মর্টার শেল ছুড়ে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় বাহিনীও।’
এরপর ভোর সাড়ে ৫টার দিকে রাজৌরির নওশেরা সেক্টরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সেখানে দু’পক্ষের মধ্যে চলে প্রবল গুলিবর্ষণ।
চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত বছর এই সংখ্যাটা ছিল ৩ হাজার ১৬৮ এবং তার আগের বছর অর্থাৎ ২০১৮ সালে পাকিস্তান ১ হাজার ৬২৯ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া