কিশোরগঞ্জে নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৯ জনে।
রোববার (১৪ জুন) জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৭৫ জন।
ডা. মো. মুজিবুর রহমান জানান, নতুন করে ৯৪ জনের নমুনা সংগ্রহ করে দুইটি ল্যাবে পরীক্ষা করা হয়। এতে আরও ২৪ জনের কোভিড-১৯ পজিটিভ ও ৭০ জনের নেগেটিভ এসেছে।
নতুন শনাক্ত হওয়া এই ২৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে ১৯ জন, হোসেনপুরে একজন, পাকুন্দিয়ায় দুইজন ও নিকলী উপজেলায় দুইজন রয়েছেন।
জেলায় মোট আক্রান্ত ৮৭৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে ১৪৫ জন, হোসেনপুর ১৮ জন, করিমগঞ্জ ৬৫ জন, তাড়াইল ৬২ জন, পাকুন্দিয়ায় ৪০ জন, কটিয়াদীতে ৩৭ জন, কুলিয়ারচরে ৩৭ জন, ভৈররে ৩৪৯ জন, নিকলীতে ১৪ জন, বাজিতপুরে ৫৭ জন, ইটনাতে ২৩ জন, মিঠামইনে ২৬ জন ও অষ্টগ্রাম উপজেলায় ছয়জন রয়েছেন।