কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের সাতজনসহ ১৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নগরীতে দুইজন, লালমাইতে দুইজন, দেবিদ্বার চারজন ও চৌদ্দগ্রামে একজন নতুন করোনা রোগী পাওয়া গেছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের দুই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। পরে ওই পরিবারের বাকি সাতজনের রিপোর্টও শনিবার পজেটিভ আসে।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম বলেন, ওই বাড়ির মোট ১১ জন সদস্যের মধ্যে ৯ জনই আক্রান্ত। তাদের আইসোলেশন নিশ্চিত করে পাশের সবকয়টি বাড়ি ও বাখরনগর-মোচাগড়া রাস্তা লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত জেলার তিন হাজার একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে দুই হাজার ৭৮৯ জনের। আক্রান্ত হয়েছে ১৫০ জন। গত ২৪ ঘন্টায় দুইজনসহ মোট সুস্থ হয়েছেন ২৯ জন এবং গত ২৪ ঘন্টায় একজনসহ মোট মৃত্যু হয়েছে ৭ জনের।