কুমিল্লায় করোনাভাইরাসে নতুন করে আরো ৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলার ১৬ জন করোনায় আক্রান্ত হলেন। শনিবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য দিয়েছে।
কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন জানান, এ জেলায় করোনায় ৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন, জেলার তিতাস উপজেলায় ৩ জন, দাউদকান্দিতে ২ জন, বুড়িচংয়ে ১ জন, সদর দক্ষিণ উপজেলায় ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন ও চান্দিনায় ১ জন।
তিনি আরো জানান, কুমিল্লায় কোয়ারেন্টিনে থাকা ৪ হাজার ১৩৬ জনের মধ্যে রিলিজ পেয়েছেন ৩ হাজার ৩১৮ জন। এ পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় থেকে মোট ১৭৬ জনের করোনা উপসর্গের নমুনা পাঠানো হয়েছে, এরমধ্যে ১৪৬টি টেস্ট পাওয়া গেছে।
এর আগে জেলার বিভিন্ন উপজেলায় ৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। এছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জে কুমিল্লার দুই জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন সুস্থ হয়েছেন এবং নারায়ণগঞ্জে সংক্রমিত একজন বৃদ্ধা নারী মৃত্যুবরণ করেন।