আসন্ন পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহন করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, ‘প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে কোরবানির পশু পরিবহনের পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য দিন-তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যেকোনো দিন এ ট্রেন চালু করা যাবে।’
তিনি জানান, গাইবান্ধা বা পাবনা ও কুষ্টিয়া থেকে চট্টগ্রামে নেওয়ার ক্ষেত্রে প্রতিটি গরুর ভাড়া সর্বোচ্চ ২ হাজার ৫০০ এবং ঢাকায় নেওয়ার ভাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা হতে পারে।
আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রোল রুমের নম্বরে (০১৭১১-৬৯১৫২০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে আম পরিবহনের সুবিাধার্থে ম্যাংগো স্পেশাল নামে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ট্রেন পরিচালনা করছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই ঢাকাসহ অন্যান্য শহরে খুব অল্প ভাড়ায় আম পরিবহন করতে পারছেন।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান উপস্থিত ছিলেন।