১৬ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক গফরগাঁও :
ময়মনসিংহের গফরগাঁওয়ে দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।আজ রোববার (১৬ জুলাই) সকালে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।”দূর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এই বিতর্কের বিষয়ে অংশ গ্রহণ করেন গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহের দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন খন্দকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসারের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক শিব্বীর আহমেদ, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খোরশেদুজ্জামান।