১৫ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, গফরগাঁও
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাওলানা নূরুল ইসলাম নামে(১০১)বয়সী ঈমামকে সম্মানে ভূষিত করেছেন এলাকাবাসী। তিনি একই মাঠে ৮১ বছর যাবত ঈমামতি করে আসছেন।প্রিয় ঈমামকে সম্মান জানাতে পেরে খুশি এলাকাবাসী। সম্মান পেয়ে আবেগে আপ্লূত বয়োজ্যেষ্ঠ ঈমাম।
জানা যায়, ৮১ বছর যাবত উপজেলার নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাঁ মাঠে ঈমামতি করে আসছেন মাওলানা নূরুল ইসলাম। দীর্ঘদিন যাবত ঈমামতি করতে যেয়ে ঐ ঈমামের সাথে এলাকার মানুষের আত্মার সম্পর্ক তৈরী হয়।স্থানীয় দিশারী নামের সামাজিক সংগঠনের আয়োজনে প্রিয় মানুষটিকে সংবর্ধনা দেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষজন। ১৪ জুলাই শুক্রবার বিকালে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় শতবর্ষী ঈমামকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৬লক্ষ টাকা প্রদান করেন অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা, গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও নিগুয়ারী মধ্যপাড়া ঈদগাঁ মাঠের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মতি সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।গুনী ব্যাক্তিদের প্রতি এ সম্মাননা আগামী প্রজন্মকে আরো উৎসাহিত করবে বলে জানান আয়োজকরা জানান।##