মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামে সন্ত্রাসী হামলায় চম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চম্পার স্বামী জুয়েল রানা (২৪)। গেল রাত দেড়টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। জুয়েল রানা পেশায় দিন মজুর। সে পূর্বমালসাদহ গ্রামের ইটভাটা শ্রমিক ছমির উদ্দীনের ছেলে। হতাহত দম্পত্তির এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
জুয়েল রানার পিতা ছমির উদ্দীন জানান, রাত দেড়টার দিকে জুয়েল রানা ঘরের বাইরে টয়লেটে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলায় চালিয়ে মারধর করে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। স্ত্রী চম্পা খাতুন ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি রাত থেকেই তদন্ত করছে পুলিশ। আহত স্বামী জুয়েল রানা গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে। লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।