গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের নারায়ণকুল এলাকায় এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৬ জুন) সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।
নিহতের নাম আবুল কাশেম মোল্লা (২৭)। তিনি উত্তর নারায়ণকুল এলাকায় আবুল কালাম আজাদের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, ভোররাতে মোবাইলে ফোন পেয়ে আবুল কাশেম মোল্লা বাড়ি থেকে বের হয়েছিলেন। সকালে নারায়ণকুল এলাকায় রাস্তার পাশে তার লাশ দেখে স্থানীয়রা থানায় ও স্বজনদের খবর দেন।
এসআই আরো জানান, নিহতের মাথার পেছন দিকের ডান পাশে, ডান চোখে ও ডান হাতের কুনুইয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতুরি বা লোহা রড জাতীয় বস্তু দিয়ে আঘাতগুলো করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিয়টি তদন্ত করে দেখা হচ্ছে।