গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিপুলিয়া এলাকায় সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে মিরেরবাজার-ঘোড়াশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, উপজেলার পিপুলিয়া এলাকায় মিরেরবাজার-ঘোড়াশাল সড়কে বাদশা পরিবহনের যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দু’পাশে দুই পুকুরে পড়ে যায়। বাস দু’টির মধ্যে একটি পুকুরে সম্পূর্ণ ডুবে গেছে। এ সময় অনেক যাত্রী বাস থেকে বেরিয়ে এসেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বাসে কোনো যাত্রী আটকে আছে কিনা তা এখনো জানা যায়নি। বাস দু’টি উদ্ধার কাজ চলছে।