গাজীপুরে গত ২৪ ঘন্টায় আরো ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা সিভিল কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। আক্রান্ত সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জনের মধ্যে জেলার কাপাসিয়ায় উপজেলায় সর্বাধিক ২৩ জন, কালিগঞ্জ উপজেলায় ২ জন এবং গাজীপুর সদরে ৬ জন। এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের দাড়াঁলো ১১০ জনে। ১৪২ জনের নমুনা পরীক্ষা করে বৃহস্পতিবার ৩১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।