ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া মোজাফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির অপহৃত স্কুলছাত্রীকে গাজীপুরের শ্রীপুর এলাকার গারোপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার (৬মার্চ/২৫) রাতে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিজ্ঞ আদালতে জবানবন্দী ও মেডিকেল রির্পোটের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
মেয়ে উদ্ধারের জন্য ভিকটিমের মা বাদী হয়ে গৌরীপুর থানায় মঙ্গলবার (৪ মার্চ/২৫) মামলা দায়ের করেন।
মামলা ও ভিকটিম সূত্র জানায়, উপজেলার পৌর শহরে গোলকপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (৩০) দীর্ঘদিন যাবত ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো।
বিবাহিত জাহিদুল ইসলামের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ফেব্রুয়ারি মাসের ২৪ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. খোরশেদ আলম বলেন, অপহৃত স্কুল ছাত্রীকে গোপন সংবাদ ও তথ্যপ্রযুুক্তির সহযোগিতায় অবস্থান সনাক্ত করে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার। তিনি বলেন, অপহৃত স্কুলছাত্রীর জবানবন্দি নেয়ার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত আছে।