ময়মনসিংহের গৌরীপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদ” Gouripur Multimedia Sangbadik Parishad (GMSP) এর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ।
এ উৎসবের শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হক, হাফেজ আজিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক প্রেস টিভি (Press tv)’র স্বত্বাধিকারী হুমায়ুন কবির সুমন। সঞ্চালনা করেন‘গৌরীপুর প্রতিদিন’ র পরিচালক ও সংগঠনের সদস্য সচিব মোখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ‘দৈনিক যুগান্তর’ গৌরীপুর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন এবং সংগঠনের সহকারী প্রধান উপদেষ্টা দৈনিক তৃতীয় মাত্রা’র বিভাগীয় প্রতিনিধি শামীম খান।
বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ দুদু (এসটি বাংলা টিভি), যুগ্ম আহ্বায়ক হলি সিয়াম শ্রাবণ (গৌরীপুর নিউজ), শামীম হোসেন আলভী (মানবজমিন), সদস্য সেলিম আল রাজ, মোস্তাফিজুর রহমান বোরহান (গৌরীপুর ভয়েজ), আশিকুর রহমান রাজিব (বঙ্গদেশ সমাচার) তাসাদদুল করিম (দৈনিক বাহাদুর) শামীম আনোয়ার (গৌরীপুর টিভি), মো: হারুন মিয়া,(আমাদের গৌরীপুর) আল ইমরান খান প্রমুখ।