গৌরীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম এর মেয়র পদ থেকে পদত্যাগ ও শাস্তির দাবিতে শনিবার (১৭ আগস্ট/২০২৪) গৌরীপুর পৌরসভার সর্বস্তরের জনগণ ব্যানারে কাপনের সাদা কাপড় পড়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তরা বলেন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিগত ১৫বছর যাবত লুটতরাজ, টেন্ডারবাজির মাধ্যমে দুর্নীতি-অনিয়ম করে স্বৈরাচারের ন্যায় গৌরীপুর পৌরসভা পরিচালনা করছেন। এসব লুটপাটের প্রতিবাদে রোববার থেকে পদত্যাগ না করা পর্যন্ত পৌর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচী ঘোষণা করা হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা রমজান আলী। বক্তব্য রাখেন পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কাজীয়েল হাজাত শাহী মুনশী, যুবদল নেতা শোয়েব মুনশী প্রমুখ।
এ প্রসঙ্গে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম মন্তব্য জানার জন্য মুঠোফোন কল দেয়ার পর রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।