ময়মনসিংহ নগরীর মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কর্মসূচীর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি।
এসময় সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিুটু, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের, জেলা আওয়ামী লীগ নেতা ড. সামিউল আলম লিটন, সংগঠনের মহানগর শাখার সভাপতি সানজিদা স্বর্ণা, সহসভাপতি মেহের আফরোজ নুপু, সাদেক হোসেন, সাধারণ সম্পাদক রাহাত হোসেন রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন।