চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বিশিষ্ট চিকিৎসক নাক কান ও গলা (ইএনটি) রোগ বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত মারা গেছেন।
রোববার (২১ জুন) গভীর রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জামাল মোস্তফা এই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত গত ২০ জুন করোনাভাইরাস উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে অবস্থার অবনতি ঘটলে তাকে আইইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান। তবে ডা. ললিতের করোনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলেও এখনো ফলাফল পাওয়া যায়নি।