চট্টগ্রাম-৮ বোয়ালখালী সংসদীয় আসনের সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে সাংসদ নিজে ছাড়াও তার স্ত্রী, মেয়ে, মেয়ের জামাতা, নাতি, গৃহকর্মীসহ মোট ১১ জন সদস্য রয়েছেন।
বুধবার (১০ জুন) গভীর রাতে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে দেয়া করোনার নমুনা পরীক্ষার ফলাফলে এই সাংসদ স্বপরিবারে করোনা পজিটিভ হওয়ার তথ্য জানানো হয়।
সাংসদ মোছলেম উদ্দিন চৌধুরী স্ব-পরিবারে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন জানান, রাতে সাংসদ মোছলেম উদ্দিন ও তার পরিবারের প্রায় সকল সদস্যের করোনা পজিটিভ এসেছে। তারা সবাই বর্তমানে সুস্থ আছেন এবং নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, সাংসদ মোছলেম উদ্দিন ছাড়াও এর আগে চট্টগ্রামের বাঁশখালী সংসদীয় এলাকার সাংসদ মোস্তাফিজুর রহমান স্বপরিবারে করোনা আক্রান্ত হন। এছাড়া, আক্রান্ত হয়েছেন বান্দরবানের সাংসদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।