চট্টগ্রাম মহানগরীর একটি অভিজাত সুপারশপ লকডাউনের (বন্ধ) পাশাপাশি মালিক ও তার পরিবারসহ সুপারশপে কাজ করা সকল কর্মকর্তা-কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রশাসন।
রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির এক কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।
সুপারশপটির ম্যানেজার সাংবাদিকদের বলেন, গত শনিবার সকাল থেকে খুলশী থানা পুলিশের নির্দেশে তাদের প্রতিষ্ঠানটি লকডাউন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগীর ২৫ বছর বয়সী ছেলে সুপারশপটিতে ‘সেলস এক্সিকিউটিভ’ হিসেবে চাকরি করেন। সে কারণে নিরাপত্তামূলকভাবে শনিবার সুপারশপটি বন্ধ করে দেয়া হয়। পরে রোববার সন্ধ্যায় ওই যুবকের শরীরে করোনা সংক্রমণ হওয়ার রিপোর্ট পাওয়ার কথা জানান চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
সুপারশপটির ম্যানেজার বলেন, ‘আক্রান্ত কর্মী গত ২৫ মার্চ থেকে ছুটিতে আছেন। তারপরেও পুলিশের নির্দেশনা মেনে আমরা শপটি বন্ধ করে দিয়েছি।’