চাঁদপুরের হাজিগঞ্জ ও কচুয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড রান্ধুনীমুড়ায় ৬০ বছরের এক বৃদ্ধা এবং কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের ৫৫ বছরের পল্লী চিকিৎসক। হাসপাতালের চিকিৎসক এসে দু’জনেরই শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন।
রোববার দুপুরে ওই বৃদ্ধা ডায়রিয়া নিয়ে মতলব ডায়রিয়া হসপিটালে ভর্তি হন। সেখানকার চিকিৎসক জানান, ওই নারীর শরীরে করোনার উপসর্গ ছিল। এ জন্য স্বজনদের পরামর্শ দেন তাকে চাঁদপুর সদর হাসপাতালে যাওয়ার। রোগীর পরিবার তথ্য গোপন রেখে তাকে চাঁদপুরের না নিয়ে বাড়ি নিয়ে যায় এবং রাতে বৃদ্ধা মারা যান। খবর পেয়ে রাতই ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) আফজাল হোসেন। পরে গভীর রাতে হাজিগঞ্জ উপজেলা হাসপাতালের দায়িত্বরত ডাক্তার এসে মৃত নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করেন।
অপরদিকে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের পল্লী চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে কর্মস্থল চট্টগ্রাম থেকে ফিরে এলে শনিবার গভীর রাতে নিজ বাড়ি তার মৃত্যু হয়। খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ্ (অলি) ঘটনাস্থলে ছুটে যান।
স্বাস্থ্যবিধি মেনে দু’জনকেই জানাজা শেষে দাফন করা হয়েছে।